• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • ভাল করিনি : সুবোধ সরকার



    আমি তোমার আঠারো বছর নষ্ট করে দিলাম
    আমি তোমার দিগন্তকে কালো করে দিলাম ।

    ভাল করিনি, ভাল করিনি ।

    তবু আমার হাত ধরেছ বিকেলবেলা
    একেই বলে বিকেল ? না কি এ সেই বাঁচার আলো ?
    একটুখানি থেকেই চলে যায় ?

    কিন্তু বারো আঠারো বছর দুজনকেই ভাবায় ।


    (পরবাস-৩৯, জুন, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments