• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • সভাঘর : সুবীর বোস



    তারপর বসন্তের পেতে রাখা আসনে
    শাখামুটি সাপের খোলস
    দেয়ালে হেলানের দাগে তাহাদের কথা
    অনাদরে মেলে রাখা গামছার মতো এই পথ
    কথা ছিলো আসবে সে সাজানো

    কখনো ফোনের তার বেয়ে জিজ্ঞাসায় ন'টার গাড়ি
    কারো চশমার কাচে বিজ্ঞাপনের হজমীগুলি
    প্রোফাইল চাই, প্রোফাইল হে
    কে জানে কেন ওদেরই চিঠি হারিয়ে যায় পথে
    বারবার
    ওরা নেই যাদের তুমি খুঁজছ হে পথিক

    সভা ভেঙে যেতে পারে ভয়
    এমনই কতো অগোছালো কথায় ভরে ওঠে শালিখের পিঠ
    দক্ষিণের খোলা জানালায় ।


    (পরবাস-৩৯, জুলাই, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments