• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • খোঁয়াড়ি : রাজর্ষি দেবনাথ



    গানের মতো কী যেন একটা
    মনে এসেছিলো কাল ঘুমোতে যাওয়ার ঠিক আগে

    আধেক স্মৃতিতে ঘুম ঘুম সুরখানা তবু ছিলো, বাকি অর্ধেক
    পরাবাস্তবিকতার স্বপ্ন কিম্বা ফাজলামি হয়ে
    এক ছুটে পালালো রাস্তায়

    কানাগলি অন্ধকার ঘেয়ো কুকুরেরা
    নাবালক ট্রাকের খালাসি
    রমণের দরদাম, ক্লান্ত দেহ আধিব্যাধি যতো
    ভুতুড়ে ভিড়ের মাঝে বেআক্কেলে সেই সুর
    চোর-পুলিশের খেলা খেলে চলে
    সারা রাত ।

    মালের নেশাটা ভালো জমেছিলো ঢুলুঢুলু চোখ
    এ শালা বেজন্মা সুর তছনছ করে দিলো ইয়ার্কির ছলে,
    এ গলি ও গলি ঘোরে, আমাকে ঘোরায়
    ঘুমন্ত ঠেলাগাড়ি, ঝুড়ি ও চটেরা
    ঘেঁষাঘেঁষি ঘুমে অচেতন ।
    আমিই একলা শালা ছুটে মরি সারারাত
    ঘুমচোখে, পথে ও বেপথে ।

    হতচ্ছাড়া সুর সেই ফাঁকে
    হাসপাতালের ঘরে ক্লোরিনের গন্ধ চাটে
    খুঁটে খায় ক্ষতের কীটাণু,
    পাবলিক টয়লেটে পাতাখোর বালকের সাথে
    দুদণ্ড জিরিয়ে নেয়, সুখদু:খের কথা বলে ।
    ভাঙা ল্যাম্পপোস্ট ঝোলে তালকানা
    আকাশের গায় । চোরে ও সাধুতে
    কলকে শেয়ার করে শ্মশানের বটবৃক্ষমূলে ।

    বদখেয়ালের সুর আমাকে দেখায়
    বিশ্বরূপ কোলকাতা,
    হোলনাইট প্যাকেজ ভ্রমণ ।


    (পরবাস-৩৯, জুলাই, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments