• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • মাঝরাত : পৌলমী সেনগুপ্ত



    পলকের রং নীল, মিনিটের রং লাল
    সেকেণ্ডের কাঁটায়-কাঁটায়
    অল্প-অল্প কালো সময়ে ছিটকে পড়ে
    একঘন্টা এঁকেছি সাদায়
    দিনে শ্বাসাঘাত আর তীব্র অপেক্ষা রাতে
    আঙুল হয়েছে গলে দুধ
    আঙুল ডুবিয়ে বুকে আলপনা এঁকে রাখি
    আসলে ডুবিয়ে রাখি সুদ
    সেলফোনে, রিংটোনে স্বপ্নের রুপোরং
    স্পর্শে উত্তাল তর্জনী
    শব্দহীন প্রশ্ন ও নিস্তব্ধ উত্তর দিয়ে
    ত্রক্রমেই বাড়তে থাকে ধ্বনি
    মাঝরাত গায়ে মেখে যেভাবে হাঁটতে শেখে
    আজ আর আগামী যে কাল
    গভীর রাতের গায়ে সেভাবে আঙুল দেয়
    এসএমএস নামের সকাল


    (পরবাস-৩৯, জুলাই, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments