• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : হারিস মাহমুদ



    ॥ এই সন্ধ্যায় ॥

    কয়েকটি পাতা ঝরে গেছে তো কী হয়েছে
    মাটির গভীরে কতো পানি জমা হয়ে আছে আজো
    কতো নারী আজো আঁচল ফেলে মাঝরাতে
            উঠোনে দাঁড়িয়ে দেখে চাঁদ
    মনে নেই তোমার
    বিগত শ্রাবণে তুমিই তো পাঠিয়েছিলে আমাকে
                   পূর্ণিমার বিলে আমি মধ্যরাতে ধরে এনেছিলাম তোমার জন্য
    জাল ভর্তি লাজুক বালিহাঁস
    কাল রাতেও আমি পৃথিবীর বুকের ভিতর হাস্নাহেনার
            রক্তাক্ত মৌতাত শুনেছি
    সব সাপই বিধাতার উপাসনা করে
    তুমি তা দেখতে পাও না বলে এ-কবিতা তোমার কাছে
            মিথ্যে মনে হয় ।

    কয়েকটি পাতা ঝরে গেছে তো কী হয়েছে
    কোন পাখি অতলান্তিকে ডুবে যাবে
    এই স্বপ্ন নিয়েই আকাশে মেলে ডানা
    তবু চলো যাই চেষ্টা করে দেখি
    অভিমান করে যারা চলে গেছে দিগন্তের দিকে
    এই পূর্ণিমায় তাদের কাউকে
    ঘরে ফিরিয়ে আনতে পারি কি না ।

    বিশ্বাস রাখো তো চলো আমার সঙ্গে
    যন্ত্রণার জোয়ার ভেঙে এ পুরুষ তোমাকে সত্যি পৌঁছে দেবে
    শান্তির উপত্যকায়
    এই সন্ধ্যায় ।




    ॥ শূন্যতার কাফন চাই ॥

    যেতে যেতে নিভে যায় রোদ পতিত পাখির মতো কবিতার লরি
    মনে হয় বিশ্বাস করি আর তো দেখা হবে না তোমার সঙ্গে এই পারে
    এ জীবনে কোনো সবুজ নেই তুমি চলে যাবার পর
    শাদা পাতাগুলি পড়ে থাক কবরের পাশে
    শূন্যতার কাফন চাই নইলে নীরবতা খুব নগ্ন হয়ে যায়
    বলো তুমি হে ছায়াহীনা
    আর কবে ঝগড়া হবে চায়ের টেবিলে
    আর কবে পূর্ণিমায়
    ভালোবেসে
    রক্ত ঝরাবে নিয়তির নীল সীমান্তে
    আর কবে ভোরের মোহনায়
    নবজাতকের চিত্কারে জেগে উঠবে
    বহুকাল মৃত এই আতুর পৃথিবী
    তুমি চলে গেছো তাই এই প্রশ্নগুলি
    বিশুষ্ক ক্যাকটাসের মতো বুকে গেঁথে আছে
    রুবিনা
    তোমার মৃত্যুর পর
    আর কোনো সত্য নেই স্বপ্ন নেই
    বিধ্বস্ত এই পোস্টম্যানের ব্যাগের ভিতর
    ক্রিসেনথিমামের মিহি গন্ধ নেই আর
    বিশ্বাস করো হে চাঁদ ।


    (পরবাস-৩৯, অগস্ট, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments