• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩৯ | আগস্ট ২০০৭ | গল্প
    Share
  • বছর দশেক পরে : নন্দন দত্ত

    -- তুমি নাকি গল্প লিখেছো, আমাকে নিয়ে ?
    -- কি করে জানলি, তুই পড়েছিস গল্পগুলো ?
    -- ও: তার মানে একটা নয়, অনেক লিখেছো ...
    -- আমি কি বলেছি যে লিখেছি, তুই জানলি কি করে লিখেছি কিনা ?
    -- মৃত্তিকা সেদিন গুগ্ল সার্চ করে পেয়েছে বললো ।
    -- মৃত্তিকা মানে ? কে, তোর গার্লফ্রেণ্ড ?
    -- ধ্যত্‌, গার্লফ্রেণ্ড-ফার্লফ্রেণ্ড না, আমাদের ক্লাসে পড়ে, হেভি ন্যাকা মেয়েটা ।
    -- তা ন্যাকা বলছিস, গুগ্ল সার্চ তো করতে পারে ...
    -- সে তো সবাই পারে, ক্লাস থ্রীর বাচ্চাগুলোও, কে কোন ভালো সাইট পেলো সেই নিয়ে বাসে কি কিচির্মিচির করে ওরা ।
    -- তা অবশ্য ঠিক, এখন তো সবাই ইন্টারনেট পারে । কিন্তু সার্চ করছিলো কেন তোর নাম দিয়ে ? মৃত্তিকা ?
    -- জানি না কেন, ত্রক্রাশ-ফাস আছে হয়ত । বাদ দাও ... বলো না লিখেছো কিনা গল্প, আমাকে নিয়ে ?
    -- লিখেছি দুয়েকটা, তবে তোকে নিয়ে কিনা জানি না ।
    -- কি যে বলো না, তুমিই লিখেছো, আর বলছ জানো না আমাকে নিয়ে কিনা । বলো না, প্লিজ, প্লি-ই-ই-ই-জ ।
    -- তোকে নিয়ে হলে কি তুই খুশি হবি ?
    -- হঁযা ... মানে, না । মানে না পড়ে কি করে বলব খুশি হয়েছি কি হইনি ?
    -- তাহলে পড়ে দেখ ।
    -- মৃত্তিকা বললো ..., মানে শুনলাম গল্প নাকি বাংলায় ।
    -- তো কি ? বাংলা পড়তে পারিস না ? স্কুলে শেখায় না ?
    -- পড়তে পারব না কেন, আমাদের ক্লাসে র্যাপিড তো চাঁদের পাহাড় ।
    -- তাহলে, পড়ে দেখ না গল্প, তাহলেই বুঝতে পারবি কাকে নিয়ে লিখেছি ।
    -- তা দেখবখন, তুমি আমাকে সর্টে বলে দাও না, গল্পতে কি কি হলো ।
    -- তেমন কিছু হয়নি, সর্টে বলব কি করে ? ওরকম করে বলা যায় না ।
    -- কিছু হয়নি তাহলে আবার গল্প কি ? কি রকম গল্প, যেখানে নাথিং হ্যাপেনস্‌ ?
    -- ওভাবে তো বুঝিয়ে বলা যায় না । তার চেয়ে তুই পড়ে দেখ না কেন ?
    -- পড়ে দেখলে তো হয়েই গেল, কিন্তু যে লিখেছে গল্প তার কাছ থেকে শুনে নিতে পারলে আর পড়তে হয় না, এনার্জি বাঁচে ।
    -- বাবা:, না পড়ার ছুতো একেবারে এনার্জি বাঁচানোয় নিয়ে গেলি ?
    -- আর্থে এনার্জি তো ফুরিয়ে আসছে, মানে ফসিল ফুয়েল'এর এনার্জি, আমাদের সায়েন্সের আন্টি সেদিন বলছিলেন । আচ্ছা, তোমার গল্পগুলো কি সায়েন্স-ফিক্সন ? আমি কি স্পেস-শিপ্‌'এ চড়ছি ?
    -- এতো দেখছি গল্পের গরু স্পেস-শিপে চড়ছে ।
    -- গরু ? মানে কাউ, তোমার গল্পতে আমি কাউ ?
    -- আরে না না, ওটা একটা প্রবাদ, মানে প্রোভার্ব ।
    -- আচ্ছা তোমার গল্প পড়েছে অনেকে ইন্টারনেটে ? কিছু বলেছে পড়ে ?
    -- অনেকে কিনা জানি না, তবে দুয়েকজন ইমেল করেছিলো ।
    -- কি লিখেছিল, ইমেলে কি লিখেছিলো ?
    -- ধরা যাক ..., এই ধর লিখেছিলো যাকে নিয়ে গল্পটা সে ভীষণ স্যুইট, ভীষণ ভালো ছেলে ।
    -- আমাকে ফরওয়ার্ড করবে মেলটা ?
    -- তোকে ? তোর ইমেল আইডি আছে নাকি ?
    -- আছে না তো কি ? পাঁচটা আছে । ভাবছি আরেকটা খুলব ।
    -- সরি সরি, আমি তোর অনলাইন প্রেজেন্স আণ্ডার-এস্টিমেট করেছিলাম । তা বল, স্কুলে কি পড়ছিস আজকাল ?
    -- আগে তুমি বল, আমাকে জিজ্ঞেস করনি কেন, আমাকে নিয়ে গল্প লেখার আগে ?
    -- জিজ্ঞেস করা উচিত ছিলো বুঝি ?
    -- বা রে, আমাকে নিয়ে লিখবে গল্প ইন্টারনেটে, সবাই পড়বে আর আমি জানব না ?
    -- না তা নয়, তবে ...
    -- তবে কি ?
    -- আসলে তখন তো জানতাম না তোর ইমেল আছে, তাহলে একবার মেল করে পারমিশান নিয়ে নিতাম ।
    -- কেন লিখলে গল্প, আমাকে নিয়ে ?
    -- মনে কর তোর জন্মদিনের গিফ্ট ।
    -- হঁযা, আমার তো দশ বছর বয়স হবে । তোমার কত বয়স ?
    -- এই ধর তোর তিন গুণ, টেন ইন্টু থ্রী ।
    -- আরেব্বাবা থার্টি, মানে তুমি তো বুড়ো !
    -- হঁযা তা একটু হয়েছি বটে । তবে দশ বছর হতে কেমন লেগেছিলো মনে আছে আমার ।
    -- কেমন ?
    -- বেশ বড় বড় মনে হচ্ছিলো নিজেকে । আমরা সেদিন চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম ।
    -- আমিও অ্যানিমাল প্ল্যানেট দেখি । একদিন এক সঙ্গে বারো হাজার পিঁপড়ে দেখাচ্ছিলো ।
    -- তুই গুনেছিস বুঝি ?
    -- না গুনিনি, তবে মনে হচ্ছিলো অতই হবে ।
    -- ও: আচ্ছা ।
    -- আরে এই তো এস'এম'এস এসেছে, সন্দীপ চেস খেলতে ডাকছে । আমি যাই এবার ...
    -- তুই চেস খেলতে পারিস ?
    -- হঁযা, হঁযা, ইন্টারন্যাশনাল নিয়মে, কাস্লিং'ও পারি ।
    -- কে জেতে, তুই না সন্দীপ ?
    -- মাঝে মাঝে আমি, মাঝে মাঝে সন্দীপ । টাটা, যাই আজকে ...
    -- আজ কে জিতবে চেস'এ ?
    -- আমাকে জিতিয়ে দিও, তোমার গল্পে ।

    (পরবাস ৩৯, জুন, ২০০৭)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments