• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • একটু জোরালো : তন্ময় ধর

    আমাদের সিল্যুয়েট-এ মিলছে না কিছু ।
    প্রাচীন শিল্পান্বেষী সাপের উপকথা
    পরখ করে নেয়
    শ্রমিষ্ঠ পরজ শিত্কার ।
    পাথুরে কঙ্কালের বুকেই
    হয়তো সমাদৃত ঘুমচিহ্ন এঁকে দেবে
    এই আড়াই হাজার বছর ।
    তেজস্বী বেড়াল এসে
    জীবাশ্মে নখ আঁচড়াবে ।
    তখনও লজ্জার বরফ
    ভবিতব্যেরাই মত্স্যভুক্‌ ।

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments