• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪০ | ফেব্রুয়ারি ২০০৮ | কবিতা
    Share
  • আমন্ত্রণ : চিরঞ্জীব হালদার

    আমি তো মোটে দেড়খানা নুচি খেয়েছি মায়াবালা ।
    একবারও ঐ চাঁদমুখে না তাকিয়ে
    প্রবেশমণ্ডলে কী ভাবে এসেছি জানি না
    শুধু লুপ্ত বাহ্য জ্ঞান ফিরিয়ে দাও ।

    দেখ দেখ ফুলকো নুচি গুলো
    অট্টহাস্যের পরিহাসে আমাকে ভিজিয়ে দিচ্ছে ।
    এই বৈকল্য কী দিয়ে ঢাকব ?

    সমবচ্ছর কৃমি কীটের সহাবস্থানে
    গাঁজলা ওঠা মুখের অভ্যন্তরে
    যে তৃষ্ণার জন্ম হয়
    তাকে কী দিয়ে ঢাকি বল

    শুধু মাত্র দেড় খানাই যদি দেবে
    তবে কেন আসন পেতেছিলে !

    (পরবাস-৪০, ফেব্রুয়ারি, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments