• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪১ | এপ্রিল ২০০৮ | কবিতা
    Share
  • ভিক্টোরিয়ার পরী : ঋতব্রত মিত্র



    ভিক্টোরিয়ার পরী
    তোমার কাছে পৌঁছে গেলাম স্বপ্নে তড়িঘড়ি
    কিন্তু দেখি - এ কী !
    ঘুরনপরীর ঘূর্ণিটুকুই মেকি

    ঘুরনপরী ঘুরনপরী
    ঘুরতে তোমায়
    ঘুরে ঘুরে উড়তে তোমায় কে করেছে মানা ?
    তোমার জন্য এই এনেছি রাজার চিঠি
    জাগাও তোমার স্তব্ধ দুটি ডানা

    একশো বছর কেউ ডাকেনি নিজের করে -
    কেউ বাসেনি ভালো ?
    কেউ ডাকেনি ? কেউ বাসেনি ? -
    শুনলি না তুই
    স্থলপরী ডাক ডাকতে ডাকতে
    সে ডাকঘরের একশো অমল বালক
    সমস্বরে বলছে সবাই,
    ঘুরবি না তুই -
    ঘুরে ঘুরে উড়বি না তুই বল ?

    এ কলকাতার স্বপ্নপুরীর তুইইতো সম্বল !



    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments