• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪১ | এপ্রিল ২০০৮ | কবিতা
    Share
  • দেখা : পৌলমী সেনগুপ্ত



    যেসব দৃশ্য আমি কোনওদিনও দেখিনি
    চোখ বুজলে সেগুলোও দেখতে পাই ।

    ওভারকোট গায়ে দিয়ে প্যারিসের রাস্তায় ব্লণ্ড
    দক্ষিনি মন্দিরের সামনে পুজোর থালা হাতে দীর্ঘকেশিনী কন্যা
    অচেনা টিলার গায়ে লেগে থাকা একফালি কমলা গলা-গলা চাঁদ
    এসবকিছু আমি দেখিনি কোনওদিন
    অথচ দেখেছি ।

    স্বপ্ন নয়, বাস্তব তো নয়ই
    কল্পনা নয়, তন্দ্রার তোড়ে ভাসতে থাকা কোনও ভুল নয়
    যে মরুভূমি দেখিনি তার বালি
    যে ছবি দেখিনি তার রং
    যে পুরুষকে ছুঁইনি তার স্পর্শ
    আমার সঙ্গে লুকোচুরি খেলতে থাকে ।
    আমি ডাকলে আসে না
    না ডাকলে সাড়া দেয় বারবার ।

    আমি স্রোতে পা ডোবানোর আগে
    দেখে নিই
    যা আমার দেখা হয়নি, সেসব
    তারপর ডুব দিই জলে ।




    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments