• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • গোধূলির ডাকপিওন : সুবীর বোস


    গোধূলির ডাকপিওন - ৩৪

    নদীতে নিয়নবাতি গায়ে গায়ে – আহা!
    সামাজিক ঘেরাটোপ ভেসে গেছে জোয়ার-ভাঁটায়
    অথচ দূরত্ব আজ কী জমাট ছেয়ে গেছে পাড় থেকে পাড়ে
    স্যালাইভা সংক্রমণে

    যেখানে জলের শব্দে নিপুণ জমানো ছিল সামাজিক জমায়েত কত
    সেখানে প্রকট আজ গার্হস্থ্য শীতের বলিরেখা
    কেউ তো নোঙর ফেলুক এই অগোছালো বন্দর পাড়ায়
    কেউ তো ফিরিয়ে আনুক চাঁদের গোড়ালি ছোঁয়া অমায়িক পুরোনো মেঘের
    প্রিয় স্বাধীনতা, প্রিয় বাঁধনছেঁড়া উল্লাস!

    হে অনন্ত মহাকাল
    দাও ফিরে সেই বন্দর শহর ফের
    যথাসাধ্য যাপনের ঘরে!


    অলংকরণ (Artwork) : অলংকরণ--অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)