• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • পালাবদলের কবিতা : যশোধরা রায়চৌধুরী

    ১.

    সম্পর্ক সম্পর্ক ছায়া দু তিন পরত
    হালকা মেঘের মত সোনালি ফালিতে
    আকাশে আকাশে ভাসছে, দেখব না তলিয়ে
    কী হবে বা বেদনায় মাথাটি গলিয়ে

    পরব না জামার মত সম্পর্ক নতুন
    ভাবব না ভাষাকে নিয়ে, টীকা ভাষ্য গুণ
    মাথা ঘামাব না আর জটিলতা ভারে
    সহজ সহজ হব, সহজের ধারে

    ঝেড়ে ফেলব বিষাদের ফেঁশে যাওয়া সুতো
    কেটে যাওয়া ঘুড়ি হয়ে ঘুরব নীলে নীল
    অম্বরে অম্বর হয়ে হাল্কা সাদা মেঘে
    আজ কী সম্পর্ক করি মৃদু বায়ুবেগে

    আজ যে কবিতা করছি, কেবলই সম্ভার ...
    আজ যে কবিতা করছি, আলোক প্লাবিত
    আজ আমলকি ফল হাতে ধরে আছি
    সহজে সহজ, মিশে, অবলীলাভরে

    কবিতা কবিতাছায়া দুতিন পরত

    কেন বলব ? বাঙ্গালায় এসেছে শরৎ ।


    ২.

    যৌবনের ভারি বর্ষা কেটে গেছে ঢের
    মহামান্য শরত্কাল এলে

    এখন বিশেষ কোন কাজ নেই, শান্তি আছে সম্পর্কখেলায়
    ছেলে হয়ে মেয়ে দেখব আর
    মেয়ে হয়ে দেখব শুধু ছেলে ।

    দুটোই দারুণ সৃষ্টি, পুতুলের কারিগর, জেনো
    কী দারুণ নিত্য নিত্য তুমি নৃত্যনাটক সমঝালে
    বঙ্গে শরৎ এলো : গল্পরীতি পাল্টে গেল সেই
    নবরঙ্গে কাব্য দিলে, সেই কাব্যে সিনারি পাল্টালে

    নতুন মেয়ের দিকে চোখ গেলে নতুন ছেলের
    আমারি শিরশির ভাললাগা এই ছ-ইঞ্চি হৃদয়ে
    একদিকে লীলাময় অন্যদিকে আমি, লীলাবতী
    ফলিয়ে ফলিয়ে সেই একই গল্প চূড়ান্ত খেলার

    মধ্যখানে দাপাদাপি, মধ্যখানে রেলগাড়ি লেট
    চব্বিশ বেলার ক্লান্তি, একপশলা কাঁদা
    সে গল্পও একই গল্প, গল্প আর গায়েই মাখছি না
    সাবান, সাবানজলও মেঘের থাবার মত সাদা

    উলের বেড়াল আজ পুষে রাখছি নীল বিছানায়
    বেদনা, বিষাদকেও ঘাড়ে উঠতে অ্যালাউ করছি না
    বরষার জলঠেলা বরষার কান্নাকাটি আজ বন্ধ হবে
    মহামান্য শরত্কাল এলে -

    মধ্যে মধ্যে বৃষ্টি হবে, শাড়ি ভিজবে, শ্যাম্পুও দেব না আর চুলে
    অসংখ্য ছেলে হয়ে অসংখ্য মেয়ে দেখব, আর
    অসংখ্য মৌমাছি হয়ে উড়তে থাকব কোটি ফুলে ফুলে

    রাগি রাগি মেয়েদেরও ভালো লাগবে হাসিখুশি ছেলে

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments