• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • সিম্ফনি : স্বপ্না রায়



    দুটো ভিন্ন মানুষ দুটি ভিন্ন পর্দায়
    নিয়মিত সিম্ফনি
    বাজিয়ে চলেছে --
    বেশ কিছুকাল ।
    প্রায়ই সমে এসে বেসুর বেতাল ঠেকে,
    ফাঁকে এসে পড়ে বার বার
    বন্ধ হয় যাতায়াত
    তারা মুদারায়
    ক্ষণকাল ।
    তখন অন্য সপ্তক খোঁজে ।
    তারটাকে বেশি টেনে বাঁধা--
    ছিঁড়ে যেতে পারে ;
    থাকে মাঝামাঝি পর্দায়,
    জীবনের সঞ্চারী পর্যন্ত
    সমঝোতা করে যায় ।

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments