• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : সুনেত্রা বসু



    চা সিগারেট প্রলাপ

    জানি ছিলো, অমনি হেলানো মুখ, ওড়ানো ছাইয়ের নীচে
    কোমলে কঠিন ; জলের কাঁপনে শিলা যেন মৃদু ভাসে ।
    তখনি জেনেছি প্রেম, এমনি হাওয়ায় ভেসে আসে
    অকাল বর্ষাদিনে দীপ্ত জয়ের পাশে, পাশে --
    তুমিও বাড়ালে চোখ, আমিও মেলেছি যেন,
    আর সব ম্লান হয়ে যায় ।
    সময় ধূসর হলে প্রবীণাও যুবতীকে চায়,
    আলতো আদরে জিভ ছোঁয়ালে গরম, গরম ;
    সুখ পুড়ে উড়ে যায়
    আমিও একাকী ছাই হবো বলে, ঠোঁট ও
    কাপের মাঝে গলে, গলে যাই ।
    আমিও মুগ্ধ জানো, এসেমেস্‌-এ প্রীত ।
    হাতের সিগারেট আর রাজপাটে
    ব্যস্ত ভুরু দুটো, ব্রণদাগ, সারারাত জাগবার ফল ?
    এমনকী তোমার তুই/তুমির অস্সিলেশন, রোজ রাতে
    একটা ড্যাক্সিড আর মার্ট্যাজ. ট্যাবলেট গিলেও
    চলতে থাকা বোকা বোকা হ্যাংওভার
    দূর ছাই, এসবেও মন দ্যায়, এমন বোকার তরে প্রেম ।
    ফাইল্‌-এ জ্বলছে দেশ । মেঘডম্বরু । তুমি কি
    বুঝেছিলে যুবা, প্রেম নেই,
    তাই দেশ জ্বলে ? ময়ূরঝরনা, দাবানলে ?

    নামহীন

    হয়তো এমনই নদীমাখানো হাওয়ার রাত ছিলো
    নি:স্ব নিষ্কাম চাওয়ার রাত ছিলো
    যখন লারকিন ক্লান্ত
    দু'হাতে মুখ ঢেকে
    আরো একবার বোজে বিনিদ্র চোখ
    আর টেবিলে ছড়ানো অপরিচ্ছন্ন
    পরিত্যক্ত সব ছত্রের মাঝে
    পৃষ্ঠায় জাগে একটি স্পষ্ট লাইন :
    বিয়ণ্ড অল দিজ., দ্য উইশ টু বি এযালোন ।
    শীতকালে লণ্ডন বড়ো একাকী । রাস্তা জনহীন
    ডালে কোনো পাখি নেই
    বিপথের সরু গলিতে বৃষ্টি মলিন
    ঝরা পাতা জড়ো হয়
    টেম্স হতে আসে স্মৃতির রেশ
    বিগত ব্যর্থ দিনের ক্লেশ
    আকাশের স্তরে স্তরে অন্ধকার--আর দূরে
    ওপাশে পুলিশের গাড়ির সাইরেন
    আর মাঝে মাঝে, ভোরে
    মিছে আশার ভেলায়
    কোনো এক নাম-না-জানা মায়াবী
    আলো আসে, ফেরে
    যেভাবে কখনো বা গঙ্গার পারে
    ভেসে ওঠে মৃত দেবী
    ভাসানের কিছু বাসি রাত পরে ।

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments