• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • চলো, বেড়াতে যাই : পিনাকী ঠাকুর



    অনেকদিন পর আবার টেলিফোনে তোমার গলা
    শুনতে পাচ্ছি, অনেকদিন পর আবার তুমি একটু আধটু
    ধমক দিচ্ছ, রাগাতে চেষ্টা করছ, হেসে, গম্ভীর হয়েছি
    ডান হাতটা একটানা নেড়ে বলে উঠছ, `জানি না
    কিচ্ছু জানি না' আর পাশের ঘর থেকে ছুটে এসে
    মা জিজ্ঞেস করছেন, `কী হয়েছে রে ? ঝগড়া করছিস কেন ?'
    তাই তো, অনেকদিন পর আবার তুমি জেদ ধরেছ
    `চলো, বেড়াতে যাই', সব অদ্ভুত অদ্ভুত জায়গার নাম
    খোঁজ করতে বলছ ভারতভ্রমণ গাইড বুক-এ, যদিও
    অনেকদিন আগেই প্ল্যান করতে শুরু করেছ তুমি
    সেসব জায়গায় কবে চলে যাবে অন্য কারও সঙ্গে !

    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments