• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • পিতৃবিয়োগ : কৌশিক সেন

    উনি তোকে হাঁটতে শিখিয়েছিলেন না সাইকেল চড়তে
    ঠিক মনে নেই অনেকদিনের কথা ।

    অনেকদিন সাথে সাথেও ছিলেন, ইচ্ছে-অনিচ্ছায় নাকি রাগে-অনুরাগে
    তুই বা ভেবেছিলি একটু পা চালিয়ে ভাই,
    একটু এগিয়ে যাই,
    উনি থেমে গেলেন, তুই এখনো এই পথে
    কখনো ক্লান্তিতে, কখনো আস্থায়, উত্সাহে, উদ্বেগে, আশঙ্কায় ।
    যেমন আমাদের সবারই হাঁটা, হাঁটতে শেখানো, বিরক্তি, উত্কন্ঠা, ভালবাসা
    এ পথে জ্যামিতি নেই, এলিপস অথবা প্যারাবোলা
    বাবা হতে শেখা আর বাবাকে হারানো একাকার ।
    এরই মধ্যে কবে যেন একদিন ।
    একফালি ক্লান্ত শ্বাস টেনে নিয়ে তুই ভরে দিয়েছিস
    আরেকটা টগবগে কচি বুকে ।
    ব্যস এটুকুই

    উনি বসে আছেন তোর জন্য সেই সরাইখানায়,
    যেখানে উটওয়ালারা শুধু সাঁতার আর সাইকেল শেখার গল্প বলে,
    আগুনের তাতে বসে ছেলেমেয়েদের সাথে রুটি খায়,
    দুয়োরে অপেক্ষা করে অসীম সময় ।


    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮ )

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments