• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪২ | ডিসেম্বর ২০০৮ | কবিতা
    Share
  • লেজুড় : চিত্ত সাহু

    যেখানে তোমার ঘুড়ি ওড়ে
    আমি সেখানেই থাকি

    একদিন ঘরবাড়ি ছিল আমার
    আজ নেই
    দিন নেই রাত্তির নেই
    তোমার ঘুড়ি উড়ছে

    সূর্য ছুঁয়ে ফিরে এসেছি আমি
    হিরে কুড়িয়ে ফেলে দিয়েছি আমি

    হাতি ঘোড়া রঙিন শকুন
    কত লোক সস্তায় কিনে নিচ্ছে
    কীবোর্ডে হাত রাখলেই
    জমে উঠছে জলসাঘর
    শুধু আমিই
    তোমার ঘুড়ির সঙ্গে বাঁধা

    দম ফেলার সময় নেই আমারো
    আমি শুধু চরকি ঘুরছি
    ভাসছি, লাট খাচ্ছি । থেমে থাকা
    আমার তো চলবে না ।

    রে নিষ্ঠুরা,
    তোমার ঘুড়ির লেজুড় ছাড়া
    আমি আর কিছু নই ।


    (পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮ )

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments