• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • ভালোবাসার জন্য : নীলাদ্রি সরকার




    বসন্তের আবেগ
    তারপর আবার শ্রাবণ আসে
    বিষণ্ণ মেঘে


    আমাদেরই পরিচিত
    দুই প্রেমিক-প্রেমিকা ওরা
    রোজ রাতে চোখ মোছে



    যদি ভুলে যেতে শেখাও
    তবে কি কোনদিন
    তোমাকেও ভুলে যেতে হবে?


    ভোর...
    কেউ গান গায়
    চোখে ঘুম নেই আমার


    ঝরা পাতার ঘুম
    চুরমার করে রুদ্ধশ্বাস চাকা
    প্রেম চুঁইয়ে পড়ে জানালার কাচে


    নির্বাক রাত...
    ভালোবাসা আমাদের আঁকড়ে ধরে
    যেভাবে শেকড় মাটিকে


    জড়িয়ে ধরে শুয়ে
    জামা-কাপড় ছেঁড়া দুই ভিখিরি
    ফুটপাথে ঘুমে কাদা


    কথার দল
    আঘাত করে বুক ভাঙে
    তারপর আবার কাছে আসা


    এই 'কিছু না' গুলো
    আসলে অনেক কিছু
    অযথা রাত বাড়ায় আমাদের

    ১০
    বুকের ভিতর খরস্রোত
    মন-পাথর গুলো ক্ষয়ে যায়
    রোজ তাদের নিজস্ব স্বভাবে

    ১১
    সারাদিন অলিগলি...
    হেডফোনওয়ালি মেয়েটা
    কাকে এতো ভালোবাসে?

    ১২
    এই বিপর্যয়ের কারণ
    বিশ্লেষণ করতে ফিরে যেতে হয়
    অনেক আগের বিপর্যয়ে

    ১৩
    সে কাছে এলেই
    আমি দূরে সরে আসি
    দুর্বোধ্য কবিতাদের থেকে




    অলংকরণ (Artwork) : অলংকরণ - সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)