![]() |
![]() ![]() |
![]() |
তা বলে কি স্বর্গরাজ্যেও সমস্যা নেই, তা নয় । আমরা যখন গেছিলাম তখন আসন্ন নির্বাচনের তোড়জোড় চলছে । দুটি প্রধান আলোচ্য বিষয় হল পরিবেশদূষণ রোধ ও নিকারাগুয়ার বেআইনি উদ্বাস্তু আগমন । দ্বিতীয় বিষয়টি ঠিক আমেরিকার বেআইনি মেক্সিকান উদ্বাস্তু সমস্যার মতই । কী বিচিত্র ইতিহাস !
কোস্টারিকা বিষুবরেখার খুব কাছেই, তাই শীত বিশেষ নেই । এপ্রিল থেকে সেপ্টেম্বর বর্ষার সময় । অন্য মাসগুলি বেড়ানোর পক্ষে প্রশস্ত । পূর্বদিকে ক্যারিবিয়ান সাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর । ছোট্ট দেশ বলে গাড়ি করে এক দিনেই এপার ওপার করা যায় । রাস্তাঘাটও খুব সুন্দর । মাঝখানে ১৩,০০০ ফুট উঁচু পর্বতমালা যেটা দক্ষিণে আন্দিস পাহাড়ের সঙ্গে মিশেছে । সরু দেশ বলে উত্তর ও দক্ষিণ আমেরিকার সব পরিযায়ী পাখিরা এই করিডর দিয়ে সারা বছর উত্তর-দক্ষিণে যাতায়াত করে । সেই জন্যই পাখির সংখ্যা এত বেশি ।
কোস্টারিকায় বেড়ানো খুব সুবিধাজনক ও নিরাপদ । কফি আর ট্যুরিজম এদের প্রধান ব্যবসা । এক পাখি দেখার জন্যই অনেকরকম ট্যুর দল । সবাই খুব শৃঙ্খলাবদ্ধ সুন্দরভাবে পরিচালিত এবং সবসময়ে সঙ্গে অভিজ্ঞ গাইড যিনি আপনার সব সুযোগসুবিধার দিকে নজর রাখবেন । এক কথায়, এদেশে বেড়িয়ে আরাম ।
![]() ![]() ![]() ![]() (নীচে) নদীতীরে বাচ্ছা `কেইম্যান' ও `পার্পল গ্যালিনিউল' |
![]() ![]() ![]() ![]() (নীচে) `মর্ফো' প্রজাপতি ও `ম্যাগপাই জে' |
![]() ![]() ![]() ![]() ![]() (নীচে) `হামিংবার্ড' ও `কিস্ক্যাডি ফ্লাইক্যাচার' |
লাল, হলুদ, সবুজ নীল রঙের বিরাট ম্যাকাও পাখিদের দক্ষিণ আমেরিকার সব দেশেই দেখা যায় । কিন্তু বেআইনি পাচারের জন্য এদের সংখ্যা কমে যাচ্ছে । আমেরিকায় পোষা পাখি হিসেবে খুব চাহিদা । কিন্তু জঙ্গল থেকে নিয়ে এলে বেশিরভাগ পাখিই মরে যায় । নানা আন্তর্জাতিক সংরক্ষণ সমিতিরা এদের বাঁচাবার চেষ্টা করছেন ।
আরেকটি রংদার পাখি হল কেটজাল, পায়রা সাইজের লাল-নীল পাখিটির ল্যাজটাই তিনগুণ লম্বা । সেকেলের রাজা রাজড়াদের এই ল্যাজের লম্বা পালক দিয়ে মুকুট সাজানো হত । তাই স্থানীয় লোকেরা এদের খুব সম্মান করে । উঁচু পাহাড়ে বা মেঘারণ্যে লুকিয়ে থাকে বলে এদের দর্শন পাওয়া শক্ত ।
![]() |
আমার সবথেকে প্রিয় পাখিটির নাম অরেঞ্জ ম্যানিকিন । কমলা রঙের ছোট্ট পাখিটি বাস করে আলো আঁধারী গভীর রেনফরেস্টে ! ছেলে পাখিরা মেয়েদের আকর্ষণ করার জন্য দুই পাখা ওপরে তুলে চটাস্ চটাস্ করে শব্দ করে - অনেকটা হাততালি বা দুই আঙুলে তুড়ি মারার মত শব্দ । আমরা অনেক সময়েই জঙ্গলে দাঁড়িয়ে কয়েকটা তুড়ি মারতাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চারপাশে জোড়ায় জোড়ায় ম্যানিকিনদের হাততালি ও নৃত্য শুরু হয়ে যেত । ঘন জঙ্গলে এদের দেখা মুশকিল কিন্তু শুনতে কোনো বাধা নেই । ঠিক যেন চারদিকে দেওয়ালির চটপটি বাজি ফুটছে । সত্যিই অপূর্ব !
রবিনের মিষ্টি গান থেকে ম্যানিকিনদের নাচ । কোস্টারিকা পাখিদের দেখে এসে চিন্তা হয় আর অন্য কোনো জায়গায় পাখি ভ্রমণে মন উঠবে কি ?
![]() ![]() ![]() |
(পরবাস-৪২, ডিসেম্বর, ২০০৮)