• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৩ | জুলাই ২০০৯ | কবিতা
    Share
  • `ক্যাম্পে' : ইমদাদ উল বারি



    মৌনতা অসহ্য হলে উত্তমপুরুষ
    অভিমানে ছুঁড়ে ফেলে অজর কৃপাণ;
    পাখির পালক হয়ে সারাদিনরাত
    শব্দহীন ঝরে তার অজস্র কখন ।
    `ঘাইহরিণীর ডাক', নিষাদের তূণ
    স্থবির, শূন্য, নিশ্চুপ নিভৃত বনভূমি;
    আরণ্যক আশ্রয় ছেড়ে মৃগদের দল
    নক্ষত্রের নীচে মূক আসে তবু নামি ।
          মহুয়ার ঘেরাটোপে আজন্ম নির্জন
          তবু বিস্মিত বুনোহাঁসে কেঁপে ওঠে হ্রদ ।
          ছাতিমের ঘনতলে তবু বাঙ্গময়
          জোনাকীরা ঘিরে রাখে অলীক সম্পদ ।
          শিশিরের নিরুপায় নীরবতা ছেপে
          একদিন জানি হবে
               বৃষ্টিতে মুখরিত এই জনপদ ।

    (পরবাস-৪৩, জুলাই, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments