• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • রক্তগোলাপ : কালীকৃষ্ণ গুহ


    অনেক কথা এখন আর
    মনে পড়ে না ---

    বাউলমেলার আশ্চর্য রাত্রিগুলির কথা
    শেষ প্রহরে হিম পড়ার কথা
    রাস্তার পাশের
    ইউক্যালিপ্টাস গাছগুলির অনন্তে মিশে যাবার কথা
    জাদুকরের চিৎকার আর অট্টহাসির কথা
    বাঁশির কথা
    যুবতীর পবিত্রতম নগ্নতার কথা।

    মাঝে মাঝে মধ্যরাত্রে
    কত স্মৃতি মুহূর্তের জন্য ফিরে আসে।

    ফিরে আসে হারিয়ে যাওয়া দৃশ্যাবলি
    বস্তুর গঠন
    মোহাবিষ্টের রক্তগোলাপ
    অবাক-করা রাত্রির ভাষা

    অবাক-করা পবিত্রতা...


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)