• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share
  • তুমি, বৃষ্টিকে : দিলীপ মাশ্চরক


    এবার শ্রাবণে দেশান্তরের মেঘ
    যে এসেছে তার পাওনাও মুলতুবি
    ক্লিপ-খোলা চুল, চাউনির উদ্বেগ
    কিছু কম ছিল খুচরো মেঘের দাবি।

    হাওয়া এসেছিল মেঘের ভেলায় চড়ে
    বৃষ্টি নেমেছে নিঝুম বারান্দায়
    জাহাজ দুলছে নাম-জানা বন্দরে
    যেন তার চোখ মাস্তুল খুঁজে পায়।

    তুমি ভুলে গেছ? বাতাস এখনও জানে
    ভালবাসা কার চশমার ফ্রেমে লেখা …
    কপালের টিপ খুঁজে দেখে তার মানে
    ঠিকানা- না- লেখা তার চিঠিটাও একা।

    শহর ভেসেছে, ডুবে গেছে রাস্তাও
    বর্ষাতি জানে জলে ডোবা কোন গলি …
    তুমি বৃষ্টিকে তার পথ খুঁজে দাও
    চশমার কাচে অবসাদ বোঝে জলই।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)