কত দূরে একা একা বেঁচে থাকে আমার মা
যেন বুনো লতাপাতার আড়ালে
       লুকিয়ে আছে পরম একটা জবাফুল
মা'র কাছ থেকে
       কবে আমি হারিয়ে গিয়েছি
             আর ফিরতে পারিনি
কারণ
মানুষের পক্ষে নির্ভুল হওয়া অসম্ভব
কারণ
মানুষ অজান্তেই ভুল করে, আর হাস্যকর
             সংশোধনবাদী হয়ে যায়
এখন, জবাফুল জবাফুলের মতো নিরালায় বেঁচে আছে
হারিয়ে-যাওয়া মানুষও বেঁচে আছে
       তার মতো অল্পবিস্তর
শুধু,
আমি কারও সঙ্গেই একমত হতে পারছি না ...
নীল রক্তপাত
আকাশ মুখস্থ করি
প্রণয়ের সারল্য ফুরোয়
সঙ্গীতে নেমেছে চাঁদ
তারারাও পাশ ফিরে শোয়
একাকী বলার ছিল
কুত্তাটিও বিষাদপ্রতিম
শূন্যগর্ভ জলাশয়ে
অস্ত্র থেকে ঝরে পড়ে হিম
আলপথে শুয়ে আছি
এভাবেই পড়ে থাকে লাশ
কবিতা ভেবেছি আমি
তুমি ভাবো, প্রসঙ্গ বিভাস ...
কেন কবি বলেছেন ?
(পরবাস-৪৪, ডিসেম্বর, ২০০৯)