• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৪ | ডিসেম্বর ২০০৯ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • একুশ আসে : তোফায়েল তফাজ্জল

    একুশ আসে
    আমার দেশের
    জলের স্থলের পথ দিয়ে
    শহীদ ভাইয়ার রক্তে রাঙা
    সাগর নদী হ্রদ নিয়ে ।

    একুশ আসে
    টিয়ে ঠোঁটে
    শিশুর মুখে বোল নিয়ে
    দাদুর কাছে ছড়া কাটার
    হরেক রকম দোল নিয়ে ।

    একুশ আসে
    ফুল বাগানে
    ফুল ফুটানোর সাধ নিয়ে
    সারা বছর মায়ের কাছে
    দুধের বাটি চাঁদ নিয়ে ।

    একুশ আসে
    ঘরে ঘরে
    সূর্যমুখী রোদ নিয়ে
    ছোট্ট বড়ো সকল ভাষা
    বাঁচানোর শপথ নিয়ে ।


    (পরবাস-৪৪, ডিসেম্বর, ২০০৯)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments