• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • দুরন্ত চাঁদ : ঈশিতা ভাদুড়ী


    চন্দ্রমা রাতে যে আলোকিত স্বপ্নেরা
    জড়ো হয়,
    সেইখানে কুঁচ বা আকন্দের চিত্র নয়,
    সেইখানে মেহগনি গাছ ...

    সেই গাছের পাশে
    দাঁড়িয়ে আছে মেরিলিন মনরো,
    তার কোঁকড়াচুল বেয়ে
    নেমে পড়ছে চাঁদ ঘাসের ওপর,
    ছলছল নদী তোলপাড়...
    অনেক দূরে হলঘরে মোনালিসা
    তাকিয়ে আছে পলকহীন,
    ভেসে যাচ্ছে ফ্লোর চন্দ্রালোকে,
    ঢেউয়ের পর ঢেউ উথালপাতাল...

    জেগে থাকে দুরন্ত চাঁদ
    রাত্রির আকাশে
    এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ...




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments