• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৫ | এপ্রিল ২০১০ | ছোটদের পরবাস | ছবি
    Share
  • ছবি : ইরাবান গুপ্ত বসু


    পিকাসো


    শিনকান্সেন ট্রেন

    ইরাবান গুপ্ত বসু (কুচি)-র বয়স সাত, ক্লাশ থ্রি-তে পড়ে । থাকে আই.আই.টি. কানপুর-এ । বড়ো হয়ে প্যালিঅন্টোলজিস্ট হবে, তারপর রিটায়ার করার পর পেন্টার । মামান-এর এনে দেওয়া খেলনা দেখে ট্রেনের ছবিটা আঁকা । অন্যটা পিকাসোর কোনো ছবির কপির চেষ্টা ।
    (পরবাস ৪৫, এপ্রিল, ২০১০)
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments