• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৬ | সেপ্টেম্বর ২০১০ | কবিতা
    Share
  • তোমাকে : অনুষ্টুপ শেঠ


    ভুলে গেছি কবে গাড়ির ধোঁয়ায়, ট্রাফিকে
    বোগেনভিলিয়া চমকে তাকানো একবার-------
    ভুলে গেছি কবে সন্ধ্যা নামলে শহরে
    ইচ্ছে পাখিরা বাসায় করতো ঘরবার ...

    সে এক জন্ম, ফিরে জন্মাবো আবার কখনো ।
    তদ্দিন তুমি নিরাপদ থাকো সংসারে,
    ঠেলাঠেলি করো আর সকলের সঙ্গে
    ক্রেডিট কার্ড-ও ব্যবহার কোরো দরকারে ;

    সে এক জন্ম, ফিরে জন্মাবো আবার কখনো-------
    এ জীবন পেলো সেই মোক্ষম সন্ধানে-
    প্রতি পলে সেই চেনা-অচেনার যন্ত্রণা
    সেটুকুই ব্যাস্‌, আর কিছু নেই প্রতিদানে ।

    আপাতত তুমি চেনা ভূমিকায় সড়গড় থাকো
    চেনা ঘরে ফেরো প্রাত্যহিকীর রঙ্গ দেখে,
    কোনো একদিন, হঠাৎ হিসাব বদলে কিন্তু
    আবার আগুন জ্বালাবো, তখন বাঁচিও নিজেকে ...

    (পরবাস-৪৬, সেপ্টেম্বর, ২০১০)

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments