• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৮ | মে ২০১১ | কবিতা
    Share
  • দু'টি কবিতা : কৌশিক ভাদুড়ী


    সাপ


    গোলায় লুকিয়ে থাকা গোখরো সাপটা
    নির্বাসনে গেছে।
    সারা বছর গোলা ভরা ছিল ধান,
    একটাও আসেনি ইঁদুর।
    কখনও দেখেনি কেউ ওর
    চোখে চোখ রেখে,
    চওড়া ফণাটাতে আশ্রয় ছিল,
    বিষ ছিল না।
    ওকে মানুষ ঘৃণা করেছে,
    ইঁদুর ভয় পেয়েছে,
    কেউ জানেনি
    ও প্রেমিক।


    ক্ষয়


    প্রতিটি ক্ষয় ভিন্ন রসায়ন।
    চালার বাঁশে ঘুণ, আসবাবে
    উই এক নয়।
    শেয়ার সূচক পতন, বার্ডফ্লু
    হেতু চাষির মুর্গি নিধন
    এক নয়।
    প্রতিটি ধূসর ভিন্ন।
    এক নয় সেলিব্রেটির
    পক্ক শ্মশ্রু, মা হারা
    শিশুর অশ্রু।
    কোমাসেন্টারে পিভিএস-এর
    রুগী, মজুরের লাঙস ক্যান্সার
    এক নয়।
    এক নয় বৃদ্ধার সন্তান হনন,
    মাতালের লিভার সিরোসিস।
    শুধু- শুধু মাত্র, প্রতিটি
    যাওয়া এক, প্রতিটি শূন্য
    অভিন্ন রাশি।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments