• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৮ | মে ২০১১ | কবিতা
    Share
  • একটি স্বপ্ন : বিভাস রায়চৌধুরী


    লাল ঘোড়া ছুটে যায়
                নীল মানুষের দিকে ...
    নিজেকে একলা লাগে!

    এবারের কথা বলছি না।
    পরের বার ভালবাসবে তো?
    যদি অসম্ভব আসে আকাশের জানালায়?

    আজ স্বপ্ন উচ্চারণহীন।

    লাল ঘোড়া ছুটে যায়
                নীল মানুষের দিকে ...

    আমি তো প্রান্তরহীন।
    ধুলো-টুলো মেখে দেখলাম,
    কবিতার বাইরে এল আশ্চর্য কবিতা ...
    কান্নার ওপাশে আজ
                            নির্জন অভূতপূর্ব কান্না ...
    ভিজে-যাওয়া বালি আয়নার মতো
                            চকচক করছে!

    লাল ঘোড়া আর নীল রঙের মানুষ
                নিজেদের মধ্যে কত বাক্য বানিয়েছে।
    শুধু আমি নেই ?
                আয়না ভেঙে ঘুম মৃত?

    এবারের কথা বলছি না।
    পরের বার ওষুধ খেয়েছ?
                বিষণ্ণ হতে ভোলোনি তো?


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments