• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪৯ | অক্টোবর ২০১১ | কবিতা
    Share
  • হরিণবাড়ি উপাখ্যান : অঞ্জন আচার্য


    অন্ধকারের গন্ধ গায়ে মেখে অনতিদূরে ডেকে ওঠে নিশুতি-নক্তঞ্চর
    বাঁশঝোপের তলে জিয়াফতের উচ্ছিষ্ট ঘিরে এখনও সন্ধ্যার আলোয় তিনটি নেড়িকুত্তা
    স্বার্থপর চিৎকারে ক্ষণে ক্ষণে হিংস্র হয়ে ওঠে; প্রত্যেকেই পেতে চায় একক সাম্রাজ্য।
    ভাগাড়ে গোরু পড়েছে শুনে একদল আদিম পুরুষ ছুটে আসে শকুনীয় মচ্ছবে
    এদিকে ঈশ্বর-মানা নাস্তিকের দল ম্লেচ্ছ-যবনভূমিতে গড়েছে পরিখা—
    ধানখেতের পাশে, নিজেদের ঘরের চারপাশে; অথচ পঙ্গপালে ভরে আছে ঘর
    পল্লির গলা শহুরে গিলোটিনে আঁটা আছে আঁটসাঁট বেঁধে; ক্রমাগত পালটে যাচ্ছে মানবিক রঙ।
    নাগরিক আকাশে কুকুরমাছি উড়ে উড়ে ঘাড়ে বসে রক্তপান করে; আর
    রাজপথে রক্তদান কর্মসূচিতে দলভাঙা মানুষের ঢল নামে রক্ত কেনাবেচার হাটে—
    অমিত কৌতূকে। গবাক্ষে অবারিত ত্রসরেণু; ওখানে বেঁধেছে ঘর অজ্ঞাতনামা চড়ুই।
    জল নেই, তবু বেড়ে ওঠে গাছ, ঘুম নেই তবু জেগে ওঠে রাত
    প্রেম নেই এক চিলতে কোথাও কোনোখানে—তবু গড়ে ওঠে সংসার, জন্মায় জারজ সন্তান।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments