• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫০ | ফেব্রুয়ারি ২০১২ | কবিতা
    Share
  • গন্তব্য : সিক্তা দাস


    এখনো উঠোন জুড়ে অমনিবাস—
    পায়ে পায়ে সংলাপ লিখে চলা,
    দ্রিমি দ্রিমি খুঁটিবাঁধা শব্দবোধ
    বালিময় ঘেরাটোপে আনকোরা।

    নির্জনে জাগতিক ক্ষতমুখ—
    ঢেকে রাখি ফেলে আসা আবহে
    চেনা বসতিতে থাক্ অন্ত্যমিল
    অনুবাদ এঁকে যাই ব্যবধানে।

    যখন অটবী ঘেরা ধারাপাতে—
    তোমাকে সঙ্গে নিয়ে প্রজ্জ্বলন,
    খেয়ামনে দাঁড়ালেই ফালি-রোদে
    বাতিল সংজ্ঞা যত - মেঘসায়র।

    সিঁড়িভাঙা ছান্দিক বিচ্ছুরণ—
    ছুঁয়ে যায় পাললিক বৃষ্টিচোখ,
    আপাত সরল-কথা এইসবই,
    অভিযানে আংশিক জীবনবোধ।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments