'পরবাস'এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের সম্প্রতি প্রকাশিত কিছু নতুন বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো) ও অন্যান্য খবর:
— চুম্বনের ক্ষত (*) বইটির জন্য সম্প্রতি ১৪১৮-সালের 'আনন্দ পুরস্কার' পেয়েছেন পিনাকী ঠাকুর।
— অনন্যা দাশ-এর ইন্দ্রজালের নেপথ্যে (কিশোর রোমাঞ্চ) (আনন্দ, জানুয়ারি, ২০১২)
হাসিখুশি মুখে সর্বনাশ(*) (কবিতা)-- শঙ্খ ঘোষ; (সিগনেট প্রেস; ডিসেম্বর ২০১১)
— ক্লিনটন বি সিলি'র অনন্য জীবনানন্দ--জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী; তাঁর "A Poet Apart"-এর বাংলা অনুবাদ করেছেন ফারুক মইনুদ্দিন; (প্রথমা প্রকাশন, জুলাই, ২০১১)
— বিশ্বজিৎ রায়-এর বিচ্ছেদ প্রস্তাব (কবিতা), (সপ্তর্ষি, জানুয়ারি, ২০১২)
"চাঁদু" (উপন্যাস)--তিলোত্তমা মজুমদার
— "My days with Ramkinkar Baij" by Somendranath Bandyopadhyay; translated into English by Bhaswati Ghosh (Niyogi Books, 2012). You can read her translation of a memoir by Samir Sengupta--At Ramkinkar’s House with Shakti in Parabaas.
"উপন্যাসের বর্ণময় ভুবন" (প্রবন্ধ)--রবিন পাল
— রাহুল ও স্বপ্না রায়-এর কবিতারা যখন ঝাঁকে ঝাঁকে আসে (কবিতা), (কৃত্তিবাস, জানুয়ারি, ২০১২)
— আইভি চ্যাটার্জির অপারেশন স্বর্গদ্বার (উপন্যাস), (প্রতিভাস, জানুয়ারি, ২০১২)
— অংকুর সাহার জ্যাক কেরুয়াক-এর হাইকু (অনুবাদ, কবিতা), (অমৃতলোক, জানুয়ারি, ২০১২)
— সংহিতা মুখোপাধ্যায়ের হাফ-সেঞ্চুরি ("মিনি-সাগা"), (সুচেতনা, জানুয়ারি, ২০১২)
এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।