• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫২ | অক্টোবর ২০১২ | কবিতা
    Share
  • নির্বাচিত অসমীয়া কবিতা : কমল কুমার তাঁতী
    translated from Assamese to Bengali by অমিতাভ


    দুটি তপোবন

    দুটি তপোবন,
            একটি মাটি ছুঁয়ে;
                 &nbsp        সেখানে
           রূপের চমক লেগে
                 &nbsp        এক চোখে আঁধার—
            নিকটকে দূর করে,
                 &nbsp        দূরকে নিকট;
                 &nbsp          সেখানে
           দেহটি মনোহর।

           বাতাসে গন্ধ আসে,
           ঘুমে ঢেকে রাখে
           অপরটি স্বর্গের সীমায়;
                                        সেখানে
           চোখের জলে শরীর ধুয়ে
               ভোগ বিনীত
               আত্মসমর্পণ করে

           স্বর্গ আর পৃথিবীর সীমা;
                 সেখানে নেই দেহের গরিমা।

           ভোগের ইতিকথা হয় সমাপ্ত;
           রূপরাণীর সন্ন্যাসিনী-বেশ।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments