• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | সম্পাদকীয়/সমীপেষু
    Share
  • সম্পাদকীয় :

    'পরবাস'-এর প্রথম প্রকাশের পরে এই পনেরো বছরে আন্তর্জাল-প্রযুক্তির উন্নতি হয়েছে অনেক। প্রথমে ছবি হিসেবে বাংলা অক্ষরকে দেখাতে হয়েছিল, তারপরে আমরা 'পরবাস-অক্ষর' দিয়ে সরাসরি বাংলা 'ফন্ট' ব্যবহার করেছিলাম, যাতে পাঠককে আলাদাভাবে 'ফন্ট' না নিজের কম্প্যুটার-এ লাগাতে হয়। এখন বহুল-প্রচলিত ইউনিকোড ফন্ট-এর যুগে এসেছি আমরা। মূল উদ্দেশ্য সবসময়েই যাতে যোগাযোগ ক্রমশ আরো সহজ হয়। এখন তো গুগ্‌ল জাতীয় সন্ধানী যন্ত্রের সাহায্যে বাংলাতে সন্ধান করে আন্তর্জালের কঁহা কঁহা মুল্লুকে নিমেষে চলে যাওয়া যায়। খুবই কাজের জিনিস, আর এই অভিজ্ঞতা বেশিরভাগ সময়েই সুখের।

    কিন্তু সবসময়ে নয়। এই সংখ্যা প্রকাশের ঠিক আগে এক সহকর্মী জানালেন যে দুজন লেখক পরবাস-এ প্রকাশ হতে চলেছে জেনেও তাঁদের লেখা নিজস্ব 'ব্লগ'-এ প্রকাশ করে বসে আছেন! ওই যে বললাম, গুগ্‌ল-এর কল্যাণে এটা বের করা মোটেই শক্ত নয়। পরবাস-এ প্রকাশিত লেখা যে পরবাস-এর বিশেষ অনুমতি ছাড়া অন্যত্র, বিশেষ করে আন্তর্জালে প্রকাশ করা যায় না--এটা যে তাঁরা জানতেন না, তা নয়। বিশেষ করে বলে দেওয়া হয়েছিল, এবং তাঁরা আশ্বাস দিয়েছিলেন যে সে নিয়ম তাঁরা মানেন। এ নয়, যে এটা তাঁদের একমাত্র বা প্রথম ভুল। একজন তো একই লেখা আন্তর্জালের একাধিক জায়গায় প্রকাশ করে বসে আছেন! উচিত-অনুচিত বোধ তাঁর একেবারেই নেই। পাঠক ও অন্য প্রকাশকগণ, একটু সাবধানে থাকবেন। লেখা ভালো হলেও, এঁদের বিশ্বাস করা শক্ত--মিথ্যে বলা এঁদের কাছে খুব শক্ত কাজ মোটেই নয়।

    আমাদের সকলেরই আশা, আন্তর্জাল যথাসম্ভব মুক্ত থাকুক। মুক্ত আন্তর্জাল, অরাজক আন্তর্জাল নয়। তার মানে নীতি, নিয়ম বা সাধারণ সৌজন্যবোধকে জলাঞ্জলি দিতে হবে তা নয়। যেভাবে পরবাস-এ প্রকাশিত লেখা কেউ কেউ বা এমনকী কোনো "নামী" পত্রিকা বেমালুম চুরি করে বিনা অনুমতিতে ছাপাচ্ছে তাতে মনে হয় খুব শীগ্‌গিরই আমাদের একটা 'চোরেদের কলাম' তৈরি করতে হবে। এরকম অবস্থায় যাতে না যেতে হয় তার জন্যে পাঠক, লেখক, সম্পাদক, সবাইকেই কিছু কিছু দায়িত্ব নিতে হবে। এ-ব্যাপারে কী পন্থা নেওয়া যেতে পারে সে-ব্যাপারে আপনাদের ধারণা আমাদের জানান।

    আশা করেছিলাম একটি আর্কাইভ গড়ে তোলার জন্য বেশ কিছু পুরোনো ফটোগ্রাফ পাবো। এখনো পাইনি, কিন্তু আবার অনুরোধ করছি আকর্ষণীয় পুরোনো ছবি ইত্যাদি থাকলে তার স্ক্যান পাঠাবেন, অবশ্যই উপযুক্ত কপিরাইট ইত্যাদি মেনে। এবারে অনন্যা দত্তর হাতে আঁকা একটি ছবি রইল, আশা করি আপনাদের ভালো লাগবে।

    পরবাস-এর প্রথম দিকে বাসুদেব দেব-এর অনেক কবিতা ও একটি সম্পূর্ণ উপন্যাস পরবাসে প্রকাশিত হয়েছিল। সম্প্রতি খবর পেলাম যে তিনি আর নেই। তাঁর স্বর্গত আত্মাকে শ্রদ্ধা জানাচ্ছি।

    আর স্মরণ করছি একুশে-ফেব্রুয়ারির শহিদদের।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments