• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • দামিনী : সমর চ্যাটার্জি


    রনজিত দার কথায়ঃ
    ‘আমরা সবাই পাগল
    কেউ কাপড় পরে থাকি
    কেউ খুলে ফেলি।‘
    সাতটা ব্যবসায়ে ফেল মারা
    পাড়ার নিত্যকাকা ঠিক করেছেন
    মোমবাতির ব্যবসা করবেন।
    আমার অষ্টাদশী মেয়ের মুখ বোকা বাক্সে
    প্রতিবেশী জানায়-
    সিরিয়ালের ফাঁকে গিন্নী দেখে-
    সত্যি ত, আমাদের ‘টুকী’ মোমবাতি হাতে
    সামনে প্লাকার্ডঃ
    “পুরুষতন্ত্রের মৃত্যু দামামা বেজেছে, সাবধান!”
    ও এলে বলতে হবে দূর!
    ‘এত সহজে গদী ছেড়ে দেব ভেবেছিস।
    পাগল নাকি!’ রনজিত দা যাই বলুক।
    মহাশ্মশান
    রোদের আলো থমকে দিয়ে
    উড়ে যাচ্ছে দুটো চারটে অগ্নিকণা
    শব দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে
    আজকের সমাজের মত।

    ।। ২ ।।

    দামিনী তুমি একা নও।
    ধর্ষিত আমরা সবাই-কেউ শাসকের হাতে,
    কেউ সমাজেরঃ
    স্বামী, বন্ধু ,ভাই খুঁজে বেড়াচ্ছে
    নরম শরীর
    কি এক প্রতিহিংসায়।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments