• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • লৌকিক : কালীকৃষ্ণ গুহ


    যে দিন গেছে তার
    মধ্যে কত আলো
    গ্রহণ করিনি তা
    কত-যে দিন যায়।

    কত-যে বন্ধন
    শায়িত পথঘাট—
    অনেক পাখি ডাকে
    অনেক নির্বাক।

    অন্ত্যমিলে যারা
    চেয়েছে বন্ধন
    তাদের ঘরে-ফেরা
    গহন বিস্তার।

    বিস্তৃতির গানে
    দূরাশিত সুর—
    ভোরের আলো আসে
    প্রণাম লৌকিক।


    অলংকরণ (Artwork) : অলংকরণ - অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments