• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • শবসাধনা : ডেভিড সুমন্ত্র হেমব্রম


                  নদীতে জোয়ার এলো
                      নিভন্ত আগুনে
         আমার দেহের নিচে যুবকের মৃতদেহ
          দগ্ধ চোখে কম্পমান হিমবন্ত জলে
                আগামীর স্বপ্ন দেখে
             স্বপ্ন নেই ছাই হয়ে গেছে
       আমার কপালে সেই ভস্মের প্রশস্ত টিকা
           সুগভীর দর্শনের মৌনভাষ্যে
         অবিরাম বলে চলে-আমি তো আসিনি
    শ্মশানের শিব আমি খুঁজে ফিরি উলঙ্গিনী কাকে-
       চিতাগ্নির হোমকুণ্ডে বিবাহান্তে রতিরঙ্গশেষে
        আমাকে আহার করে তৃপ্ত হও হে সর্বনাশিনী


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments