• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • নির্বাচিত অসমীয়া কবিতা : কমল কুমার তাঁতী
    translated from Assamese to Bengali by অমিতাভ


    সোনালী রূপালী মাছ, নীল বেগুনী মাছ
    উজ্জ্বল হীরার ছটা অযুত অর্বুদ মাছ
    কামনা-রঙিন
    সাগর দু-ভাগ করা গতি ক্ষুরধার,
    হে দুর্বার।

    উড়ন্ত পুচ্ছে ঢেকে সাগরের বিরাট বিস্তৃতি
    পর্বতের শৃঙ্গ চুমি
    দু-চোখে আদিগন্ত স্বপ্নের উজান

    হে চিরন্তন, কামনা-রঙিন
    সৃষ্টির প্রথম সন্তান।

    সোনালী রূপালী মাছ, নীল বেগুনী মাছ,
    জন্মের রঙিন মাছ, রঙেতে রঙিন আর
    অজস্র মৃত্যুর:
    জাল, পল, খোকা, খেপজাল
    নদীর বুকে,
    তথাপি অমর।
    হে মাছ, হে চিরন্তন মাছ!


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments