• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৩ | ফেব্রুয়ারি ২০১৩ | কবিতা
    Share
  • নির্বাচিত অসমীয়া কবিতা : কমল কুমার তাঁতী
    translated from Assamese to Bengali by অমিতাভ


    মেতেছিলাম কার্তিক পূর্ণিমায়ঃ

    মাটিতে ভেঙে পড়ে আকাশ
    আকাশে হারিয়ে যায় মাটি
    ঘর-পালানো রাতঃ

    বাইরে ঘাসের ঢেউ
    তোমার ঠোঁটে মৌঃ

    আর তোমার চোখ,
    আর আমার চোখ
    তোমার বুকে আমার চোখ।
    অমারাতে এলেঃ

    পরিত্যক্ত ভিটের রাত।
    আকাশে আকাশ,
    মাটিতে মাটি

    এখন যে ভেতরের সব দেখতে পাবে।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ সঞ্চারী মুখার্জী
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments