• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    মাঝেমধ্যে ফিরে যেতে ইচ্ছে হয়—শীতার্ত পাখিটি
    যেভাবে গুটিয়ে নেয় বৃষ্টি পড়ে ভিজে আসা
    নরম পালক—সেভাবে ডানার কাছে ফিরে যেতে ইচ্ছে হয়,
    যেমন সন্ধ্যায় সব কেঁদফুল সামান্য আড়াল খোঁজে
                               উত্তরদিনের কাছে ।

    সেতার শব্দের সুরে ভোর হয় এরপর
    ছাতিম গাছের বুকে টিপটিপ সবুজ পাতারা
    স্পর্শ কুড়িয়ে নেয়—সদ্যজাগা তারাটির সাথে

    ছাইফুটকি পাখিদল আকাশে ভাসিয়ে দেয় ঘুমের চাদর,
    ‘আলো দাও, জল দাও, অপ্রতিম ভালোবাসা দাও’—এই ব’লে
    পক্ষল রোদ মেখে শিশুর সারল্যে ওরা হেসে ওঠে—
    হেসে ওঠে প্রস্ফুটিত গাছ, ফুল, পাখি ...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments