• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    উজ্জ্বল সোঁদাল গাছ আলো হয়ে জ্বলে মাঝরাতে
    ঝুমকো হলুদ যেন মনেহয়—আকাশ ছুঁয়েছে
    দিনের বেলায় তারা মৌনতায় কথা বলে—ভাসে
    একটি পাপড়ির রঙে হেসে ওঠে সমস্ত প্রকৃতি

    সোনালী ছায়ায় সব বালিকার স্পর্শ লেগে থাকে
    আভূমি সে ছুঁয়ে থাকে মাটিমাখা মায়ের আশিস
    ছুঁয়ে থাকে শৈশব—রাঙচিতা মধুময় খেলা
    কখন কিভাবে সেও রোদ্দুর-কিশোরী হয়ে ওঠে...

    এমন আশ্চর্য দিন গাছের সঙ্গে খেলাধুলো
    হাওয়ায় হাওয়ায় তার শাখাগুলি অনির্বাণ দোলে
    কতোদূর যাওয়া যায়, কতোদূর দৃষ্টি যেতে পারে
    সেইখানে বেঁচে ওঠে শব্দগাছ—একটি বা দুটি




    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments