• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    গাছও তবে প্রবাস বুঝেছিল
    গাছও তবে ঝরে ফুলের পাশে

    এমন স্পৃহা গভীর তার প্রতি
    মুক্তঝুরি নিবিড় হয়ে আসে

    খড়ের কুটো, সবুজ পাতা-ডালে
    আকাশ হয়ে ঘুমিয়ে থাকে বাসা

    আসলে ফুল ঝরে যাবার পরেই
    গাছের সাথে পাখির যাওয়া আসা

    ফুলের ঋতু প্রাচীন হয়ে এলে
    তুষার বীজ ছড়িয়ে পড়ে ঘাসে

    উড়ে যাবার সময় হয়ে এ’ল
    চলে যাবে, বলেই পাখি আসে

    সেদিন যার মর্মে ভিজেছিল
    সে গাছ আজ অচেনা তার কাছে

    পত্রমূলে অনেক শত পাখি
    পাখির বুকে শিমুল আঁকা আছে


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments