• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    গন্ধরাজের কাছে আনমনা রৌদ্র মেলে রাখি,
    স্মিত দেখি, যত কিছু প্রাচীন সংযম—
    অবেলার স্নানের গায়ে লেগে থাকা জলবিন্দু হয়ে
    ঝ’রে পড়ে মৌন কুয়াশায়।
    আসলে শব্দ এক নুয়ে পড়া জলের আধার
    শামুকখোলের মতো দীর্ঘচঞ্চু উড়ে যায়
    একটি অসুখ ছেড়ে অন্যতর অসুখের খোঁজে।
    অলজ্জ পাতঘাস যেভাবে বিস্তার করে বংশজ আবাস...

    নিরন্ন দুপুর তাই মেতে থাকে ফুলের ডানায়
    যেভাবে স্বপ্ন দেখে রাতচরা পাখি ডেকে ওঠে
    অসংখ্য কবিতা আজ উড়ে যায় চৈতি বাতাসে
    ভিজলে ওরাও সেই পাপড়ির বৃষ্টি হয়ে যাবে


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments