• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৪ | জুন ২০১৩ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    পুকুরপাড়ের ঘাসে জেগে আছে রোদ্দুর কিশোর
    জলের ভীষণ কাছে প্রতিদিন সে অনেক ইচ্ছে শুনিয়ে যায়,
    নদীর গন্ধ আর শাপলার ভালোবাসা নিয়ে—
    জলের বৃত্ত সেও চোখের পলক লেগে দেশ থেকে দেশান্তর খোঁজে
    খোঁজে সব অন্ধ পাতার ডাক...
    শব্দ ঘুমিয়ে পড়ে
    শুধু সব কুহুডাক রাত্রি জেগে থাকে,
    কুয়াশার ধোঁয়ার দিকে পাশ ফেরে শৈশব।
    একদিন মহীরুহ হয়ে যাবে রৌদ্র, কৈশোর
    বৃষ্টি ভালোবেসে সেও ভিজে যাবে আঁজলায়
    তারপর পাতা ছুঁয়ে...শুভ্র শালুক হয়ে
    হেঁটে যাবে অনির্বাণ বিষাদের দিকে
    আপাত গভীর সব আয়ুষ্মান অসুখের দিকে...


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments