• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৫ | অক্টোবর ২০১৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : সিদ্ধেশ্বর ব্যানার্জী


    || ১ ||

    পথে যেতে যেতে এক পাগলের সঙ্গে দেখা হয়
    সে পথেই থাকে
    তার কোন বাড়ি নেই
    সে চৌরাস্তার মোড়ে কখনও ঘুমোয় কখনও জেগে থাকে
    তার হাতে সবসময় একটি পেন থাকে
    ইউজ অ্যান্ড থ্রো
    কালি আছে কিনা বোঝা যায় না
    মাঝে মাঝে
    ফেলে দেওয়া কাগজের টুকরোও
    সে কি লেখে জানার ইচ্ছা থাকলেও জানা হয় না
    পাছে লোকে পাগল না ভাবে

    || ২ ||

    মনে হয় বৃষ্টি হবে।
    হচ্ছে না।
    কেন কে জানে।
    এরকম আজকাল প্রায়ই ঘটছে।
    বুঝতে পারি না।
    বেসামাল হয়ে পড়ে কাজ।
    যেতে পারি না যাওয়ার কথা দিয়ে।
    বৃষ্টি আজকাল বড় ফাঁকি দিচ্ছে।

    || ৩ ||

    বলার কথা অনেক থাকে হয়না বলা
    শিখছি রোজই ভদ্র হতে ছলাকলা
    দেখার চেয়ে দেখাও বেশি শক্ত পেশি
    মিছরি দিয়ে ছুরি গড়ছি হচ্ছি খুশি
    কাজের আগে এবং পরে সুর বদলাও
    ঘরের মুখ অন্যরকম নাও ও দাও
    বলতে গেলে মুখোশগুলো খসবে জানি
    বাছতে বাছতে গাঁ উজাড় অনেকখানি
    তুমি গবেষক ভাবতে পারো প্রবাদপ্রতিম
    শির ছাড়িয়ে আমি খাচ্ছি দিব্যি সিম


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments