• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৫ | অক্টোবর ২০১৩ | ছোটদের পরবাস | কবিতা
    Share
  • ভালো দুনিয়াই : তোফায়েল তফাজ্জল


    আর নয় বেল তলে ন্যাড়া মাথা নিয়ে
    দাঁত আর খুঁচাবো না তালগাছ দিয়ে।
    মশকরা করবো না দুর্বল পেয়ে
    আচালুকে বলবো না, কোথাকার গেঁয়ে।

    ভুলত্রুটি হয়ে গেলে লাগবো না পিছে
    হক কথা বলে যাবো বলবো না মিছে।

    মুখ ভার করবো না আত্মীয় দেখে
    গুরুজন দায় দিলে বসবো না বেঁকে।
    চালে পড়ে করবো না বাজে আচরণ
    মান ভেঙে কাছে যাবো করবো বরণ।

    কানকথা শুনবো না, যাবো না কাদায়
    গুটি চালে ফেলবো না গোলক ধাঁধায়।
    খেলা নিয়ে কেউ যদি মাঠে করে গোল
    দেবো না ছিটিয়ে তারে বেড়ালের বোল।

    ঢেঁকি দিয়ে যারা নিজ কান চুলকায়
    জুড়ি ধরে আকাশের ছোঁড়া উল্কায়;
    আমি এতো বড় নই মাঝারি গোছের
    চলিফিরি বুদ্ধি যা নিজের কোচের।

    ভালো কাজে যোগ দিই কথা শুনিয়াই
    নিজে ভালো হলে জানি ভালো দুনিয়াই।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments