• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৪ | অক্টোবর ২০২১ | কবিতা
    Share
  • সমর্পণ : অরণি বসু


    কোনো ওজর চলবে না
    শুধু সহ্য করে যেতে হবে
    যে ভাবে অঝোর বৃষ্টিকে সহ্য করে
    টিনের চাল।

    তাথই-তাথই, সারারাত, হে নটরাজ—

    তারপর আপাতত শান্তিকল্যাণ, জল শুধু জল

    থই থই।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments