• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৬ | মার্চ ২০১৪ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    আনন্দে সব গাছ, তবু আজ বিষাদেই ফিরে যেতে চাই—
    এখন গল্পের শেষে কালকাসুন্দে গাছে ফুল ফোটে
    মিহিন রোদের মায়া সুন্দর দিনের কাছে প্রচ্ছন্ন তাকায়
    খুব হাসিমুখ—ঝিনুকে মুক্তোর কথা কোনওদিন
    গোপন করিনি, তবু প্রাক্তনের সংকোচ ঘিরে থাকে
    নির্মোকের মতো...
    কার কাছে ক্ষমা চাই? পূর্বজন্মের কাছে মাথা নত করে
    ভিক্ষা চাই বিস্মৃতির—দশক পেরোনো খুব অসম্ভব তবু
    মায়ের গন্ধের মত বাল্যের সদ্ভাব কিছু ফিরে আসে
    নিয়ে আসে খেজুর পাতার হাতঘড়ি আর
    বসন্তবৌরীর ডাকে টিফিনবেলার মধুমাস

    প্রিয় বন্ধুগাছ, এভাবেই যদি সব অন্ধকার
    কেটে যায় একদিন...এই ভেবে তুলসীমঞ্চের গায়ে
    চৈত্রের কলস রেখে আসি।


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments