• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    কবিতাখাতায় কেন শাপলার রঙ লেগে থাকে?
    জ্বরের অধরস্পর্শ জেগে থাকে ফুলের গ্রীবায়।
    সপ্তাহটি কেটে যায়, আলো আলো পলাশের সাথে
    আমাদের সাথে করে উড়ে যায় সাঁওতাল দেশ
    মাঝেমধ্যে অজানা বিকেল আর নদীর গন্ধ মেখে
    পাশে এসে বসে ঐ নারকোল গাছ আর মাছধরা নাও
    নদীটিও ভুলে যায়, এ সময় সামান্যতর...

    ছড়িয়ে রয়েছে আজ রোদ্দুর মউগন্ধ নিয়ে—
    মনে হয় দুইচোখ, চোখের পাতায় তুলে রাখি।
    সপ্তাহান্তে মধুতটী গাঁও, তুমি কষ্টে থাকো কেন?
    রুখা মাটি, জোড়সা পাহাড়তলি মৃদুশব্দে বলে
    আজ থেকে শুরু হল কবিতার দীর্ঘ পরবাস


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments