• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৫৮ | নভেম্বর ২০১৪ | কবিতা
    Share
  • বৃষ্টিভোরের পাখি(সূচিপত্র) : ইন্দ্রাণী মুখোপাধ্যায়


    যে চোখে ঘুমফোটা আলো
    অধর ছুঁ’ল এইখানে
    দীর্ঘ সেই বন্ধুতা
    প্রভাতী জেগে ওঠা জানে

    আদুড় রৌদ্রের ঘ্রাণে
    ভেজা শরীরে শৈশব
    তবুও রাত নেমে এলে
    ছায়াটি ঢাকে অবয়ব

    আমরা কতদূরে যাব,
    প্রকৃত বাসাটির খোঁজে?
    যেভাবে মা’র চলে যাওয়া
    অরব সন্তান বোঝে

    ও কেন চলে যায় ছেড়ে?
    ও আজ কোনখানে যায়?
    শারদী মেঘেরাও জানে
    এ যাওয়া ফিরে আসা নয়

    একা সে ভোর দেখে তবু
    নদীতে বালিকা আভাস
    যেমত শীতচোখ মেলে
    পাখিটি খোঁজে পরবাস


    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments